কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার লক্ষ্য হতে পারে বাংলাদেশ

সমকাল প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ১২:৫৯

শ্রমিক অধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্র সরকারের সম্প্রতি ঘোষিত নতুন নীতির (স্মারক) লক্ষ্যবস্তু হতে পারে বাংলাদেশ। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এ নিয়ে শঙ্কিত হওয়ার অনেক কারণ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যু্ক্তরাষ্ট্রের নতুন নীতি বা দিকনির্দেশনা নিয়ে পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। উদ্যোক্তাদের উৎকণ্ঠার বিপরীতে বিষয়টিকে আমলেই নিচ্ছে না সরকার।


যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সম্প্রতি এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, স্মারকে শ্রম অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যেসব উদ্যোগের কথা বলা হয়েছে, এর পেছনে রাজনীতি রয়েছে। যুক্তরাষ্ট্র রাজনৈতিক উদ্দেশ্যেই এর ব্যবহার করতে পারে। শ্রম অধিকারের লঙ্ঘন হয়েছে মনে করলে  ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করার সুযোগ রয়েছে। এর প্রভাব বাংলাদেশের পোশাক খাতের ওপর পড়তে পারে। সংশ্লিষ্ট সবাইকে অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা বলা হয় চিঠিতে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও