খোলাসা করেনি আওয়ামী লীগ, অনিশ্চয়তা নিয়েই শরিকদের মনোনয়নপত্র জমা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া সব দল শেষ পর্যন্ত ভোটে থাকবে—এটা পুরোপুরি বিশ্বাস করছে না আওয়ামী লীগ। শেষ মুহূর্তে কেউ ভোট থেকে সরে গেলে যাতে প্রতিদ্বন্দ্বিতা বজায় থাকে, সে জন্য নিজ দলের স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী রাখছে ক্ষমতাসীনেরা। তাই মনোনয়ন যাচাই-বাছাই, এমনকি প্রত্যাহারের আগপর্যন্ত নিজেদের কৌশল খোলাসা করছে না আওয়ামী লীগ। যার ফলে জোট ও মিত্রদের নিয়েও জট খুলছে না।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। কিন্তু আসন সমঝোতার বিষয়ে কোনো আশ্বাস না পাওয়ায় ১৪ দলের শরিকদের কেউ কেউ জোটগতভাবে ভোটের ক্ষেত্রে অনিশ্চয়তার কথা বলেন। অধিকাংশ শরিক দলের নেতা মনোনয়নপত্র জমা দিতে গড়িমসি করেন। শেষ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে শরিকদের বার্তা দেওয়া হয় যে মনোনয়ন জমা না দিলে কোনো সমঝোতা নয়। এমন এক পরিস্থিতিতে ১৪ দলের শরিকেরা মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপারে তৎপর হন। একাধিক শরিক দলের নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।