কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জীবাশ্ম জ্বালানিতে বায়ুদূষণের কারণে প্রতিবছর মৃত্যু ৫১ লাখ: গবেষণা

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ০৮:৫০

জীবাশ্ম জ্বালানির কারণে বিশ্বে যে পরিমাণ বায়ুদূষণ হয় তার কারণে প্রতিবছর অন্তত ৫১ লাখ মানুষ মারা যায়। সম্প্রতি বায়ু দূষণের সঙ্গে মানুষের মৃত্যুর সম্পর্ক জানতে একটি বড় ধরনের গবেষণা চালানো হয়। সেই গবেষণার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ এ তথ্য জানিয়েছে। 


গবেষণার নিবন্ধ প্রকাশিত হয়েছে, প্রখ্যাত পিয়ার রিভিউড জার্নাল দ্য বিএমজেতে। এই বিষয়ে এই গবেষণাটিই সবচেয়ে বড় আকারের। আগের গবেষণাগুলোতে ধারণা করা হয়েছিল, জীবাশ্ম জ্বালানির কারণে সৃষ্ট বায়ুদূষণে হয়তো এত বেশি মানুষের মৃত্যু হয় না। তবে এই গবেষণা সেই অনুমানকে ছাপিয়ে গেছে। 


গবেষণাটি করেছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন এবং সাইপ্রাসের গবেষকেরা। জীবাশ্ম জ্বালানির কারণে সৃষ্ট বায়ুদূষণের কারণে কি পরিমাণ মানুষের মৃত্যু হয় তা জানতে তাঁরা একটি নতুন মডেল ব্যবহার করেছেন ছিলেন। এবং একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি থেকে পরিষ্কার ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ফলে মানুষের স্বাস্থ্যগত কী কী ফায়দা হবে সে বিষয়টিও তারা মূল্যায়ন করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও