রাজধানীর বিজয়নগরে ককটেল বিস্ফোরণে স্বেচ্ছাসেবক লীগ সদস্যসহ দুইজন আহত হয়েছেন।
আহতরা হলেন-ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল তাহের ভূঁইয়া মুকুট (৩২) ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার এ কে আজাদ (৬৪)।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে বিজয়নগর পানির ট্যাংকির সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আহত তাহের ভূঁইয়া সাংবাদিকদের জানান, তিনি মোটরসাইকেলে বিজয়নগর থেকে বাসায় ফিরছিলেন। পানির ট্যাংকির সামনের রোডে পৌঁছালে তার মোটরসাইকেলের পাশে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এতে তার ডান পায়ে একটি স্প্লিন্টারের আঘাত লাগে।