কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমানত ও ঋণের সুদহারের ব্যবধানের সীমা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক

প্রথম আলো প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩, ১৮:৫৬

আমানত ও ঋণের সুদহারের ব্যবধানের (স্প্রড) সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে আমানত ও ঋণের সুদহারের ব্যবধান ছিল সর্বোচ্চ ৪ শতাংশ, যদিও সুদহারের নতুন পদ্ধতির কারণে এখন তা সীমার নিচেই আছে। ঋণের সুদহার হঠাৎ করে বেড়ে যাওয়ার সুযোগ বন্ধ হয়েছে। সে জন্য সুদহার ব্যবধানের সীমা তুলে দেওয়া হয়েছে।


এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলোকে প্রতি মাসে আমানত ও ঋণের সুদহারের তথ্য আগের মতো নিয়মিত কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।


উৎপাদনশীল খাতসহ বিভিন্ন খাতে ঋণের সুদহার যৌক্তিক পর্যায়ে নির্ধারণের জন্য ক্রেডিট কার্ড ও ভোক্তাঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ ও আমানতের সুদহারের গড় ব্যবধান ৪ শতাংশের মধ্যে সীমিত রাখার জন্য নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। গত ১ জুলাই থেকে ঋণের সুদহার বাজারভিত্তিক করার লক্ষ্যে ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্টের সঙ্গে নির্ধারিত মার্জিন যোগ করে সুদহার নির্ধারণের পদ্ধতি কার্যকর করা হয়েছে। যে পদ্ধতির ভিত্তিতে এখন ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, সেটি স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে পরিচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও