![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2023November/russia-20231129134208.jpg)
ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রাশিয়ার
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে রাশিয়া। মঙ্গলবার রুশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ এই অভিযোগ এনেছেন।
রুশ প্রতিরক্ষা বাহিনীর পরমাণূ, রাসায়নিক ও জৈব অস্ত্র সুরক্ষা বিভাগের প্রধানের দায়িত্বে রয়েছেন ইগর কিরিলভ। কৃষ্ণ সাগরের তীরবর্তী রুশ রিসোর্ট শহর সোচিতে বর্তমানে রাশিয়ার তরুণ বিজ্ঞানীদের সম্মেলন চলছে। মঙ্গলবার সেই সম্মেলনে বক্তব্য দেন লেফটেন্যান্ট জেনারেল কিরিলভ।
নিজ বক্তব্যে কিরিলভ বলেন, ‘ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়ান ফেডারেশনের অন্তর্ভূক্ত হয়েছে, সেখানকার কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকে বিষ প্রয়োগ করা হয়েছে এবং আমরা মস্কোর কেন্দ্রীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।’