কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পতন ঠেকাতে কৃত্রিমভাবে সূচক বাড়ানোর চেষ্টা

প্রথম আলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩, ১৩:৪৬

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত আট মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে গতকাল মঙ্গলবার। এতে ডিএসইতে লেনদেন ৩০০ কোটি টাকার নীচে নেমে যায়; পাশাপাশি ডিএসইর মূল্যসূচকও কমেছে। এ অবস্থায় বাজারে লেনদেন যেন আরও কমে না যায়, সে জন্য কৃত্রিমভাবে সূচক বাড়ানোর চেষ্টা করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।


বাজার সূত্রে জানা গেছে, সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার সকাল থেকে বিভিন্ন শীর্ষ পর্যায়ের ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে শেয়ারের বিক্রি থামিয়ে সূচক বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকে শেয়ারের বিক্রি কমানো হলেও প্রথম এক ঘণ্টায় বিক্রিতে খুব ভালো গতি দেখা যায়নি।


আজ বেলা ১১টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ টাকার মতন। এই সময়ে লেনদেনে শীর্ষে ছিল খাদ্য, সিরামিক, টেক্সটাইল, হোটেল রিসোর্ট, পাট, পলিমার, পাইপ, ফার্মাসিউটিক্যালস, প্রিন্টিং ও প্যাকেজিং খাতের কোম্পানিগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও