সাকিবের নির্বাচন ঘিরে ব্যস্ততা ক্রিকেটারদেরও
বিশ্বকাপ ব্যর্থতা ভুলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সিলেটে লড়ছে বাংলাদেশ। তবে ইনজুরির কারণে সিরিজটি খেলতে না পারা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এখন নির্বাচনী ময়দানে ব্যস্ত সময় পার করছেন। আর তার সঙ্গে যুক্ত হতে দেখা যাচ্ছে জাতীয় দলের বেশ কয়েকজন সতীর্থকেও।
বিশেষ করে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে ক্রিকেটার রনি তালুকদারকে। এ ছাড়া সরাসরি যুক্ত হতে দেখা গেছে মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন অপুকেও।
ক্রীড়াবিদদের খেলার মাঠ থেকে রাজনীতির অঙ্গনে পদার্পণ নতুন কিছু নয়। অধিকাংশ ক্ষেত্রেই অবসর নেওয়ার পর অনেকে পুরোদস্তুর রাজনীতিবিদ হন। তবে সাম্প্রতিক সময়ে এর ব্যতিক্রমও হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা জাতীয় দলে খেলা অবস্থাতেই সংসদ সদস্য হয়েছিলেন। মাশরাফির পর বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানও সেই পথেই হাঁটছেন।