ইইউর বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে আজ

সমকাল প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩, ১৩:০২

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কোনো পর্যবেক্ষক না পাঠালেও চার সদস্যের একটি বিশেষজ্ঞ কারিগরি প্রতিনিধি দল পাঠাবে বলে আগেই জানিয়েছিল। আজ বুধবার দিনের কোনো একসময় দলটির ঢাকা পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।


জানা গেছে, আগামী রোববার থেকে বাংলাদেশে দুই মাসের মিশন শুরু করবে দলটি। রোববার বিশেষজ্ঞ দলটি প্রথমে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে। ঢাকার ইইউ দূতাবাস প্রধান চার্লস হোয়াইটলি চ্যানেল টোয়েন্টিফোরকে জানিয়েছেন, বিশেষজ্ঞ দল বাংলাদেশে থাকাকালে স্বাধীনভাবে কাজ করবে।


এর আগে গত ২০ সেপ্টেম্বর চিঠি দিয়ে ইসিকে ইইউ জানিয়েছিল, বাংলাদেশে নির্বাচনের যথাযথ পরিবেশ নেই বলে তারা নির্বাচন পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক দল পাঠাবে না। সেই সঙ্গে অজুহাত ছিল টাকা না থাকার।


গত ১৬ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন জানান, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসিতে আরও কিছু পর্যবেক্ষক দল আবেদন করেছে বলে জানা গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ সম্পর্কিত কোনো তালিকা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও