জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে মনমাতানো ছবির রহস্য
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ১৬:৩২
সম্প্রতি মহাজগতের তেরো শ কোটি বছর আগের ছবি ধারাবাহিকভাবে প্রকাশ করে সারা দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে নাসা। অন্য টেলিস্কোপগুলোর তুলনায় মহাবিশ্বের দূরতম অংশে দৃষ্টি নিক্ষেপ করার পাশাপাশি এ টেলিস্কোপটি অন্যান্য টেলিস্কোপের চেয়ে বেশি অতীতের দৃশ্যও দেখতে পারে।
বিশ্বব্রহ্মাণ্ডের সূচনা-পরবর্তী দৃশ্যগুলোর ছবিও তুলতে পারে। এটি প্রায় ১৩ দশমিক ৫ বিলিয়ন তথা ১ হাজার ৩৫০ কোটি বছর আগে গ্রহ-নক্ষত্রগুলো কেমন ছিল, তা পর্যবেক্ষণ করতে সক্ষম। সেই দূরবীক্ষণ যন্ত্রের নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।