আবর্জনা পরিষ্কারের খেলা, যুক্তরাজ্য সেরা

প্রথম আলো প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ১৬:২৮

স্পোগোমি বিশ্বকাপের উদ্বোধনের আগে গত সপ্তাহে ২১টি দল জাপানে জড়ো হয়েছিল। স্পোগোমি হলো জাপানের একটি খেলা। এই খেলায় মূলত খেলোয়াড়েরা আবর্জনা পরিষ্কার করেন। কে কত দ্রুত আবর্জনা সংগ্রহ ও সব আলাদা করতে পারলেন, এ প্রতিযোগিতা হয়ে থাকে এই খেলায়। পরিবেশগত সমস্যা নিয়ে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


এই খেলায় প্রতিটি দলে তিনজন খেলোয়াড় থাকেন। এই টুর্নামেন্টে অংশ নেওয়া অস্ট্রেলিয়া ও ব্রাজিল শিবুয়া ও ওমোতেসান্দো ওয়ার্ডের সড়কগুলোতে দুই ধাপে ৯০ মিনিট আবর্জনা সংগ্রহ করে। তারপর সেগুলোকে ধরন অনুযায়ী আলাদা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও