কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিজারিয়ানের পর পিঠে ব্যথায় ফিজিওথেরাপি কার্যকর

প্রথম আলো প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ১২:২১

অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের পর অনেক নারীই পিঠের নিচের অংশে ব্যথায় ভোগেন। একই সঙ্গে সেলাই ও অস্ত্রোপচারের ব্যথা তো থাকেই। সাধারণত কিছুদিন পর এসব ব্যথা–বেদনা চলে যায় এবং আবার স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। তবে অনেক সময় ব্যথা অস্বাভাবিক ও দীর্ঘমেয়াদি হতে পারে।
পিঠে ব্যথার কারণ
অস্ত্রোপচারের জন্য ইনজেকশন (অ্যানেসথেসিয়া বা অবেদন) দেওয়ার পর থেকে অনেক সময় ব্যথা শুরু হয়। তবে ইনজেকশন ব্যথার জন্য দায়ী নয়। মূলত কোমরের মাংসপেশি, লিগামেন্ট ও লাম্বার লাইনের স্বাভাবিক বক্রতা বেড়ে যাওয়ায় এই ব্যথা হতে পারে। আবার অবেদন ইনজেকশনের পরবর্তী প্রভাব থেকে ব্যথা হতে পারে। ইনজেকশন দেওয়ার পর সেরিব্রোস্পাইনাল তরল অল্প পরিমাণে লিক করতে থাকে। এতে প্রচণ্ড মাথাব্যথা ও ঘাড়ব্যথা সৃষ্টি করে, বিশেষ করে প্রসূতি দীর্ঘ সময় যদি বসে অথবা দাঁড়িয়ে থাকেন। তিনি শুয়ে পড়লে ব্যথা কমে যায় বলে মনে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে