শীতে ত্বকের যত্নে তিন কৌশল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩, ২২:৪৪
কারও শীতকাল পছন্দ কারও বা গরম কাল। তবে ত্বকের জন্য শীতকাল খুব বেশি বন্ধুসুলভ আচরণ করে না।
ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে নিউ ইয়র্ক’য়ের বোর্ড প্রত্যায়িত ত্বক বিশেষজ্ঞ র্যাচেল নাজারিয়ান বলেন, “বৈজ্ঞানিকভাবেই ত্বকের সুরক্ষার স্তর (ত্বকের সবচেয়ে বাইরের অংশ) বাতাসে থাকা আর্দ্রতার প্রতিফলন ঘটে। শীতে ভেতর ও বাইরের আর্দ্রতার মাত্রা কমে যাওয়াতে ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে পড়ে।”
তাই এই সময় ত্বকের বাড়তি যত্নের জন্য বিশেষভাবে তৈরি করা প্রসাধনী ব্যবহার করা উচিত। এমন ফেইশ ওয়াশ বাছাই করতে হবে যা ত্বকের বাড়তি আর্দ্রতা শুষে না নিয়ে ত্বক পরিষ্কার করতে সহায়তা করে।
ডা. নাজারিয়ান শীতকালে ত্বকের যত্নে তিনটি কার্যকর উপায়ের কথা জানান। এতে ত্বকের শুষ্কভাবের ওপর তাপমাত্রার উঠানামা কোনো নেতিবাচক প্রভাব রাখতে পারে না।
- ট্যাগ:
- লাইফ
- শীতে ত্বকের যত্ন