![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/11/27/gill_ipl.jpg)
হার্দিকের শূন্যস্থান পূরণে গুজরাটের নেতৃত্ব পেলেন গিল
ডেইলি স্টার
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩, ২১:৪৩
হার্দিক পান্ডিয়া দল ছাড়ার পরদিনই নতুন অধিনায়ক বেছে নিল গুজরাট টাইটান্স। ভারত জাতীয় দলে তারই সতীর্থ শুবমান গিলকে নেতৃত্ব দিল তারা। আগের দুই আসরে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব করেছিলেন হার্দিক।
সোমবার এক বিবৃতিতে ২৪ বছর বয়সী গিলকে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে গুজরাট। এবারই প্রথম আইপিএলে কোনো দলকে নেতৃত্ব দেবেন তিনি।
আগামী ২০২৪ সালের আইপিএলে গুজরাটের দলনেতার দায়িত্ব পেয়ে ডানহাতি ওপেনার গিল বলেছেন, 'গুজরাটের অধিনায়কত্ব গ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত। এমন একটি দুর্দান্ত দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমার ওপর আস্থা রাখায় ফ্র্যাঞ্চাইজিটিকে ধন্যবাদ। গত দুটি মৌসুম আমাদের অসাধারণ কেটেছে। রোমাঞ্চকর ঘরানার ক্রিকেটের সঙ্গে এই দলকে নেতৃত্ব দিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।'