কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলের মাসে আয় ১২ লাখ টাকা
নাম তার আইতানা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হিসেবে তাকে প্রায়ই দেখা যায়। তবে আইতানা কিন্তু রক্ত-মাংসের মানুষ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় তৈরি করা হয়েছে তাকে। তাতে কী? আইতানার আয় কিন্তু তাক লাগানোর মতোই। প্রতি মাসে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই মডেল ১০ হাজার ইউরো (১২ লাখ টাকার বেশি) পর্যন্ত আয় করে থাকে।
আইতানাকে তৈরি করেছে স্পেনের এআই নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘দ্য ক্লুলেস’। স্পেনে এআইয়ের মাধ্যমে তৈরি প্রথম মডেল এটি। আইতানাকে পরিচালনা করে গ্রাফিক ডিজাইনারদের একটি দল। সেটির পরিচিতি তৈরি হয়েছে কম্পিউটার গেমস ও শরীরচর্চায় উৎসাহী এক চরিত্র হিসেবে। বিজ্ঞাপন থেকে গড়ে প্রতি মাসে আইতানার আয় ৩ হাজার ইউরো।