You have reached your daily news limit

Please log in to continue


কোনো কোনো তারকার আচরণ কেন অশোভন হয়ে উঠেছে, মনোরোগ চিকিৎসকেরা কী বলেন

তারকারা সবাই মিলে একটি পরিবার, একটা সময় এমনটিই বলা হতো। সেই পরিবারের সবার মধ্যে পরস্পর সম্মান-শ্রদ্ধাবোধ ছিল। কারও সম্মান নষ্টের সঙ্গে সবার সম্মান জড়িত থাকত। যে কারণে তারকারা যা–ই বলতেন, সেটা ভেবে বলতেন। পরচর্চা, সমালোচনা, কুৎসা রটানো থেকে দূরে থাকতেন। সেই জায়গা থেকে তারকারা দিন দিন সরে যাচ্ছেন যেন।

শুধু তা–ই নয়, সহকর্মীরা তাঁদের কাছে একেকজন হয়ে যাচ্ছেন শত্রু। কাউকে পছন্দ না করলেই তাঁকে নিয়ে নানা কথা জেনেবুঝেই রটাচ্ছেন। এতে যেমন তারকারা ভক্তদের কাছে ছোট হচ্ছেন, তেমনি তারকাদের নিয়ে ভক্তরা হাসিঠাট্টায় মেতে উঠছেন। কেউ কেউ ট্রল করছেন। এসব ঘটনায় গুণী প্রবীণ তারকারাও দিন দিন অন্তরালে চলে যাচ্ছেন। প্রবীণ-নবীন তারকাদের মধ্যে আগের মতো সেই মেলবন্ধনও নেই। শিল্পী পরিবারের মধ্যে ভাঙন ধরছে। প্রশ্ন উঠছে, কেন তারকারা এমন আচরণ করছেন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন