![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-11%252F9967518d-204f-4444-9bce-c0fbbab20a19%252Fjatrabari.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
যাত্রাবাড়ীতে বাসে আগুন
বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধের প্রথম দিন রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ রোববার রাত আটটার দিকে মেয়র হানিফ উড়ালসড়কের নিচের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদর দপ্তর এক খুদে বার্তায় এ তথ্য জানায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।