রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবন থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে রাজশাহী মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বস্তু দুটি নিষ্ক্রিয় করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কৃষি অনুষদ ভবনের সিঁড়িতে শিক্ষার্থীরা প্রথমে ককটেলসদৃশ দুটি বস্তু দেখতে পান। তাঁরা প্রক্টর দপ্তরকে বিষয়টি জানালে চন্দ্রিমা থানা-পুলিশের সদস্যরা ও দুজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে যান। পরে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে তাঁরা বস্তু দুটি নিষ্ক্রিয় করেন।