চুলের বৃদ্ধিতে রোজমেরি তেল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩, ১৬:৫৬

এসেনশল তেলগুলো নানান রকম পুষ্টি উপাদান সমৃদ্ধ যা, চুলের জন্য উপকারী।


তবে কোনো তেলই রোজমেরি তেলের চেয়ে বেশি উপকারী নয়। চুলের বিভিন্ন প্রসাধনী তৈরিতে তাই রোজমেরির তেলের ব্যাপক ব্যবহার দেখা যায়।


নিউ ইয়র্ক’য়ের ত্বক বিশেষজ্ঞ মারিশা গার্শিক’য়ের মতে, “রোজমেরি তেল উদ্ভিজ্জ উৎস থেকে সংগ্রহ করা হয়, যা মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চলে পাওয়া যায়।


ইনস্টইল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও বলেন “রোজমেরি তেলে আছে প্রদাহরোধী অ্যান্টিঅক্সিডেন্ট যা জীবাণুনাশক উপাদান সমৃদ্ধ।”


রোজমেরি তেলের উপকারিতা


চুলের বৃদ্ধি এবং চুলের সার্বিক স্বাস্থ্যের জন্য রোজমেরি তেলের উপকারিতা পরীক্ষিত।


ডা. গার্শিক বলেন, “অনেক গবেষণায় দেখা গেছে, এটা চুলের বৃদ্ধিকারক ওষুধ ‘মিনোক্সিডিল’ ৬ মাস গ্রহণের ফলাফলের মতো কাজ করে।”


তিনি ব্যাখ্যা করেন, “এটা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়। যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে।”


রোজমেরি তেল চুলের ক্ষয় কমায় এবং চুলের ওপর প্রলেপ সৃষ্টি করে আগা ফাটা কমায় এবং চুলে মসৃণ ও কোমলভাব আনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও