You have reached your daily news limit

Please log in to continue


ইমাদ ওয়াসিমের অবসর নিয়ে যা বললেন রিজওয়ান

পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম শুক্রবার রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। কিন্তু হঠাৎ তার এই অবসরে অবাক সমর্থকরা। তার অবসরে বিস্মিত সতীর্থরাও। এবার এ বিষয়ে মুখ খুলেছেন মোহাম্মদ রিজওয়ান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইমাদ ওয়াসিমের বিষয়ে তিনি কথা বলেছেন। 

তিনি বলেন, ইমাদ ওয়াসিম এখনো আরও কয়েক বছর পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে উল্লেখযোগ্য অবদান রাখার সম্ভাবনা রয়েছে। তার অবসরের কথা শুনে আমি বিস্মিত।

মোহাম্মদ রিজওয়ান বলেন, ইমাদের অবসরের কথা শুনে অবাক হয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার এখনো সময় হয়নি তার। তার এখনো অনেক বছর পাকিস্তানে ক্রিকেট খেলার ক্ষমতা রাখে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তার মঙ্গল কামনা করছি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন