You have reached your daily news limit

Please log in to continue


এক দিনে ঝরল ২২ প্রাণ

আমার একমাত্র মেয়ে শারমিন খাতুন। সে গত বছর জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছে। সে রাজশাহী শহরের একটা কলেজে পড়ালেখা করে। ওর বিসিএস অফিসার হওয়ার স্বপ্ন ছিল। সব স্বপ্ন শেষ হয়ে গেল।’

কথাগুলো বলছিলেন আবু সাঈদ। নাটোরের গুরুদাসপুর উপজেলার চর কান্তপুর পশ্চিমপাড়া গ্রামের এই বাসিন্দা গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় বাবা, ভাই, বোন, মেয়েকে হারিয়েছেন। রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর মোড়ে গতকাল বেলা আড়াইটার দিকে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা পাঁচজন নিহত হন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেল, ওই দুর্ঘটনায় সাঈদের বাবা ইউনুস আলী (৭৫), ভাই লাবু হোসেন (৩৫), বোন পারভীন বেগম (৩৫), মেয়ে শারমিন খাতুন (১৭) নিহত হয়। এ ছাড়া দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক মোখলেসুর রহমান (৪৫) নিহত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন