You have reached your daily news limit

Please log in to continue


বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফিকে ২৩ দিনে রিমান্ডে পায়নি ডিবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেই কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফিকে জিজ্ঞাসাবাদের জন্য ২৩ দিনেও রিমান্ডে পায়নি গোয়েন্দা (ডিবি) পুলিশ। আদালত ২ নভেম্বর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরের রূপ ধারণ ও মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গ করার অভিযোগে পল্টন থানার এক মামলায় গত ২৯ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়া আরেফিকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় গ্রেপ্তার আরেক আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীর আট দিনের রিমান্ড শেষ হয়েছে। তিনি কারাগারে রয়েছেন।

ওই মামলা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির একটি সূত্র বলছে, উচ্চপর্যায়ের একটি মহল থেকে অনুমতি না পাওয়ায় মিয়া আরেফিকে রিমান্ডে আনা যায়নি। আর চৌধুরী হাসান সারওয়ার্দীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

তবে তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, মামলাটির তদন্ত থেমে আছে। মামলার অগ্রগতির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি ডিবির মতিঝিল বিভাগের কর্মকর্তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন