কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জিএসইএ প্রতিযোগিতা দেশে নতুন উদ্যোক্তা তৈরি করছে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩, ২১:৫২

গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনার’স অ্যাওয়ার্ডস (জিএসইএ) বাংলাদেশ প্রতিযোগিতা দেশে নতুন উদ্যোক্তা তৈরি ও স্টার্টআপ সফল করার ক্ষেত্রে ভূমিকা রাখছে। একইসঙ্গে তরুণ উদ্যোক্তাদের বৈশ্বিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে।


শনিবার রাজধানীর সিক্স সিজন হোটেলে এন্টারপ্রেনার’স অর্গানাইজেশন (ইও) বাংলাদেশ পরিচালিত জিএসইএ সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। সেখানে ইও নেতৃবৃন্দ এবং সেমিফাইনাল প্রতিযোগিতায় উপস্থিত বিচারকরা তাদের বক্তব্যে এমন অভিমত ব্যক্ত করেন।


জিএসইএ হলো ছাত্র উদ্যোক্তাদের জন্য বিশ্বের অন্যতম বড় বার্ষিক অ্যাওার্ড প্রোগ্রাম যেখানে বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ুয়া ছাত্র উদ্যোক্তা যারা ব্যবসা পরিচালনা করেন,তারা পৃথিবীর ৭৬টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান। এবারের জিএসইএ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে ২৫ জন ছাত্র উদ্যোক্তা আবেদন করেন। এর মধ্যে থেকে সেমিফাইনালে ৯ জন ছাত্র উদ্যোক্তা অংশগ্রহণের সুযোগ পান এবং তারা তাদের ব্যবসায় মডেল উপস্থাপন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও