You have reached your daily news limit

Please log in to continue


৪৭ বছর বয়সে বিয়ে করছেন রণদীপ হুডা

বলিউডে আবারও বাজছে বিয়ের সানাই। চলতি মাসের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা রণদীপ হুডা। পাত্রীর নাম লিন লাইশরাম। মণিপুরের বাসিন্দা তিনি। পোশায় একজন মডেল এবং অভিনেত্রী। ৪৭ বছর বয়সী রণদীপের সঙ্গে লিনের বয়সের পার্থক্য ১০ বছর। আগামী ২৮ এবং ২৯ নভেম্বর হবে তাদের বিয়ের অনুষ্ঠান। 

জানা গেছে, ২৮ নভেম্বর লিনের নিজ শহর মণিপুরে ঐতিহ্যবাহী মণিপুরী রীতির মাধ্যমে গাঁটছড়া বাঁধবেন এই জুটি। সেখানকার বিয়ের রীতি অনুযায়ী সাজবেন বর-কনে। এরপর মুম্বাইয়ে রিসেপশন পার্টি দেবেন অভিনেতা। যেখানে আমন্ত্রিত থাকবেন বলিউড অভিনয়শিল্পীরা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন