দল বদলের গুঞ্জনের মধ্যে রাজশাহী বিএনপির শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলন
প্রথম আলো
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩, ১৭:০৩
শীর্ষ নেতাদের নতুন দলে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জনের মধ্যে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী জেলা ও মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। তাঁরা নতুন দলে যোগ দেওয়া বা নির্বাচনে অংশ নেওয়ার খবর উড়িয়ে দিয়ে বলেছেন, দেশের মানুষ আগামী ৭ জানুয়ারির নির্বাচনে যাবে না। গাড়ি পোড়ানোসহ সন্ত্রাসী কর্মকাণ্ড সরকারের পেটোয়া বাহিনীই করছে। বিএনপি দেশের মানুষের ভোটের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছে।
আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী শহরের মালোপাড়া এলাকায় মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেতা-কর্মীদের গ্রেপ্তার আতঙ্কের মধ্যেই সেখানে স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সাধারণত বিএনপির সংবাদ সম্মেলন বা দলীয় কর্মসূচি থাকলে বিএনপি কার্যালয় এলাকায় পুলিশ মোতায়েন থাকে। তবে এদিন কার্যালয়ের আশপাশে পোশাকধারী কোনো পুলিশ দেখা যায়নি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে