যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ত্রাণবাহী বৃহত্তম বহর

বিডি নিউজ ২৪ গাজা প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩, ১৩:৫৫

ইসরায়েল ফিলিস্তিনি ছিটমহল গাজা পুরোপুরি অবরুদ্ধ করে ভয়াবহ হামলা শুরু করার পর থেকে ভূখণ্ডটিতে ত্রাণবাহী বৃহত্তম বহর প্রবেশ করেছে বলে ফিলিস্তিনের জন্য নিয়োজিত জাতিসংঘের সংস্থা ‘আনরা’ জানিয়েছে।  


শুক্রবার সেখানে মানবিক ত্রাণবাহী ১৩৭টি ট্রাক থেকে মালামাল খালাস করা হয়েছে বলে আনরা জানিয়েছে।


গত ৭ অক্টোবর গাজার সীমান্ত সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ফিলিস্তিনি ছিটমহলটিকে পুরোপুরি অবরুদ্ধ করে সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল। তারা গাজায় সব ধরনের প্রয়োজনী পণ্যসহ জ্বালানি, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। এতে গাজার বাসিন্দা ২৩ লাখ ফিলিস্তিনি চরম সংকটে পড়ে। খাদ্য সংকট, পানি সংকট, জ্বালানি সংকটে ভূখণ্ডটিজুড়ে অমানবিক পরিস্থিতি তৈরি হয়।


এর পাশাপাশি ইসরায়েলের অবিরাম বিমান, গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় গাজার হাজার হাজার মানুষ নিহত ও আহত হতে থাকে। ৪৮ দিন ধরে তাদের একটানা হামলায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর কাতারের মধ্যেস্থায় চার দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও