![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-11%2F8e2f6778-8367-4761-b8ba-27c66d0eb1de%2Fsanjay_dutt_ranbir_kapoor_actor_241123_01.jpg?rect=0%2C0%2C1024%2C576&auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=800)
‘অ্যানিমাল’-এর ট্রেইলারে সঞ্জয় দত্ত কেন?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩, ১৩:১১
রাণবীর কাপুর অভিনীত অ্যাকশন থ্রিলার ‘অ্যানিমাল’-এর ট্রেইলার প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় ঝড় উঠেছে। ভক্ত-অনুরাগীরা মজেছেন রাণবীরের ধ্বংসাত্মক অভিনয়ে, পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আরেক অভিনেতা, তিনি সঞ্জয় দত্ত।
বৃহস্পতিবার মুক্তি পাওয়া সাড়ে তিন মিনিটের ট্রেইলারের বেশ কিছু দৃশ্যে রাণবীরকে অনেকটা সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’র মত লেগেছে দেখতে।
ভক্তদের দাবি, অনিল কাপুরের সঙ্গে রাণবীরের কথপোকথনের দৃশ্যে অবিকল ‘সঞ্জু’ই মনে হয়েছে এই অভিনেতাকে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ইতোমধ্যে সোশাল মিডিয়ায় কেউ কেউ বলতে শুরু করেছেন, ‘অ্যানিমাল’-এর বেশ কিছু দৃশ্য হয়ত ‘সঞ্জু’র বাতিল হওয়া দৃশ্য থেকে তৈরি।