![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-11%252F6572a4d8-85f4-46dd-bac5-7ccd6658970d%252FWhatsApp_Image_2023_11_22_at_11_42_15_AM__2_.jpeg%3Frect%3D0%252C0%252C1280%252C720%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
প্রেম ও বাস্তবতার গল্প ‘হার্মাসিস ক্লিওপেট্রা’
আজ শনিবার বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাট্যদল অনুস্বরের নতুন নাটক ‘হার্মাসিস ক্লিওপেট্রা’র দুটি প্রদর্শনী রয়েছে। রাহমান চৌধুরী রচিত ইতিহাস–আশ্রিত এ আখ্যানের নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী।
অনুস্বর নাট্যদলের নবম প্রযোজনা ‘হার্মাসিস ক্লিওপেট্রা’ নাটকটি। অনুস্বর নাট্যদল ২০১৯ সালে যাত্রা শুরু করে। এরই মধ্যে তাদের নাটকগুলো পেয়েছে দর্শকপ্রিয়তা। তাদের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘তিনকড়ি’ ও ‘মূল্য অমূল্য’।
নতুন নাটক প্রসঙ্গে অনুস্বরের দলপ্রধান ও নির্দেশক মোহাম্মদ বারী বলেন, মানুষের সবচেয়ে অদ্ভুত আবেগের নাম যদি হয় প্রেম, তবে তার চেয়ে বড় মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব হলো কঠোর–কঠিন বাস্তবতা।
- ট্যাগ:
- বিনোদন
- নাটক মঞ্চায়ন