যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলিদের গুলি, নিহত ২ ফিলিস্তিনি
দখলদার ইসরায়েলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হামাসের চারদিনের যুদ্ধবিরতি শুরুর পর দলে দলে সাধারণ মানুষ তাদের বাড়িতে ফেরার চেষ্টা করছেন। এমনকি যারা গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন তারাও তাদের বাড়িতে ফেরার চেষ্টা করছেন।
তবে উত্তরাঞ্চলে না ফিরতে সাধারণ ফিলিস্তিনিদের সতর্কতা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ধরনের সতর্কতা দিয়ে তারা আকাশ থেকে লিফলেটও ফেলেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের সতর্কতা উপেক্ষা করে যারা বাড়িতে ফেরার চেষ্টা করেছেন তাদের লক্ষ্য করে শুক্রবার (২৪ নভেম্বর) সরাসরি গুলি ছোড়া হয়েছে। এতে কমপক্ষে দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। যারা আহত হয়েছেন তাদের সবার পায়ে গুলি ছোড়া হয়েছে।