আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ১৮:০২
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিন হাজার ৩৬২ জন। এরই মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের প্রার্থীদের চূড়ান্ত করেছে ক্ষমতাসীনরা। প্রতিটি আসনে নৌকা প্রতীকের একক প্রার্থী দেবে দলটি। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না আসায় অনেক আসনেই আওয়ামী লীগ নেতাদের বিদ্রোহী প্রার্থী হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। দলীয় প্রার্থী ঘোষণার পরই মনোনয়নবঞ্চিতরা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নেবেন। তবে, এখনই বিদ্রোহীদের নিয়ে মাথা ঘামাচ্ছে না শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি।
এ প্রসঙ্গে ঢাকা পোস্টের প্রতিবেদক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন রাখলে তিনি বলেন, “আগে আমরা দেখি কারা বিদ্রোহ করে, তারপর সিদ্ধান্ত নেব।”