ছোটবেলায় প্রায় সবারই একটা খেলা ছিল, কে কত দ্রুত কয়েকটি সংখ্যার যোগফল বের করতে পারে বা একটি লাইনে কয়টি অক্ষর আছে, সে সংখ্যা বলতে পারে। ছোটবেলার সেই শখের খেলা দিয়ে বড় হয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন জর্ডানের নাগরিক মোহাম্মদ সায়াহিন।
জর্ডানের ইদরিব শহরের ৫১ বছর বয়সী সায়াহিন সবচেয়ে কম সময়ে ১০টি বাক্য পাঠ করে এতে মোট কতটি শব্দ আছে, তা মনে মনে গুনে দ্রুততম সময়ে বলতে পেরেছেন।