চলছে যুদ্ধবিরতির ক্ষণগণনা, থেমে নেই ইসরায়েলি হামলা
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির ক্ষণগণনা শুরু হয়েছে। এর আগে মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানান, স্থানীয় সময় শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। কিন্তু এই চুক্তি কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তেও গাজায় অব্যাহত বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে প্রাথমিকভাবে ১৩ বেসামরিক জিম্মিকে মুক্ত করবে হামাস। এসময় কিছু ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে ইসরায়েল। দখলকৃত পশ্চিম তীরেও অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল।