কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খরচ মেটাতে চড়া সুদে ঋণ নিচ্ছে সরকার

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ০৮:৫১

কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক নীতির কারণে ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। এর মধ্যেই দৈনন্দিন খরচ মেটাতে বাণিজ্যিক ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিচ্ছে সরকার। এতে দিন দিন বেড়েই চলছে সরকারের ট্রেজারি বিলের সুদের হার।  


বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সর্বশেষ গতকাল বৃহস্পতিবার রেকর্ড দর ৯ দশমিক ৬৫ শতাংশ সুদে ১৪ দিন মেয়াদি ট্রেজারি বিল বিক্রি করেছে সরকার। এই সুদহারে ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে ৫ হাজার ৫২৮ কোটি টাকা, যদিও চাহিদা ছিল আরও বেশি।


এর আগে গত সোমবার সরকার ৩৬৪ দিন মেয়াদি বিলের বিপরীতে ঋণ নিয়েছে ৫২৬ কোটি টাকা। এ ঋণের সুদহার ছিল ১০ দশমিক ৬০ শতাংশ, যা চলতি মাসের ৯ তারিখে ছিল ৯ টাকা ৫০ পয়সা। সোমবার সরকার ১৮২ দিন মেয়াদি বিলের বিপরীতে নিয়েছে ২৯০ কোটি টাকা। এ ঋণের সুদহার ছিল ১০ দশমিক ৪০ শতাংশ সুদে, যা ২০১৩ সালের মার্চের পর সর্বোচ্চ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও