খরচ কমাতে বিছানার অর্ধেক ভাড়া দিতে চান কানাডার নারী
প্রথম আলো
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩, ১৮:৫৪
কানাডার টরন্টোয় জীবনযাত্রার ব্যয় দ্রুত বেড়ে যাচ্ছে। বিশেষ করে বাসা ভাড়া বেড়ে যাচ্ছে বহুগুণে। এই ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন মানুষ। এ অবস্থায় একজন নারী সংসারে খরচ কিছুটা সহনীয় পর্যায়ে আনতে তাঁর বিছানার অর্ধেক ভাড়া দেওয়ার (বেডমেট) প্রস্তাব দিয়েছেন। গত মাসে টরন্টো-ভিত্তিক রিয়েলটর আনিয়া ইটিঙ্গার ফেসবুকে এ–সংক্রান্ত এক নারীর একটি পোস্ট সবার সামনে তুলে ধরেছেন। ফেসবুকের মার্কেটপ্লেসে দেওয়া ওই পোস্ট ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
ফেসবুক পোস্টে দেখা গেছে, ওই নারী তাঁর বিছানার অর্ধেক অংশ ভাড়া দিতে চান। এ জন্য প্রতি মাসে তিনি প্রায় ৭২ হাজার ৯৮৯ টাকা (৯০০ কানাডিয়ান ডলার) ভাড়া বাবদ নিতে চান। অবশ্য ওই পোস্ট এখন ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছে।