নিষেধাজ্ঞায় কাহিল কিউবায় গুরুতর অর্থনৈতিক সংকট
কিউবার অর্থনৈতিক সংকট গভীর হচ্ছে। সম্প্রতি দেশটির জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রীরা টেলিভিশনের পর্দায় হাজির হয়ে অর্থনৈতিক সংকটের গুরুতর চিত্র হাজির করেছেন। নজীরবিহীনভাবে তাঁরা কিউবার অর্থনৈতিক সংকটের বিস্তারিত তুলে ধরছেন।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, কমিউনিস্ট পার্টি–শাসিত দেশ কিউবায় টানা চার বছর ধরে অর্থনৈতিক সংকট চলছে। আমদানিনির্ভর এ দেশের রাজস্ব কমে গেছে, সেই সঙ্গে তৈরি হয়েছে বিদেশি মুদ্রার সংকট। আর এত সব সংকট নিয়েই এখন দেশটিকে চলতে হচ্ছে।