হরতাল-অবরোধ: বিক্রি তলানিতে, ধুঁকছে ব্র্যান্ড হাউজগুলো

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩, ১৬:১৫

বছরের শেষ দিকে ক্লিয়ারিং সেল, ভিন্নধর্মী নানা অফার কিংবা বড় অঙ্কের ছাড় দেয় ব্র্যান্ড হাউজগুলো। এসব বিশেষ ছাড়ের আশায় ক্রেতারাও ভিড় করেন ব্র্যান্ড হাউজগুলোতে। প্রতি বছরের এই সময়ে বিক্রিও জমে ওঠে। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সবকিছুই ওলটপালট করে দিয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা। টানা হরতাল-অবরোধে অন্য খাতের মতো একদমই বেচাকেনা নেই ব্র্যান্ড হাউজগুলোতে। রীতিমতো টিকে থাকার জন্য লড়ছে এসব ব্যবসাপ্রতিষ্ঠান।


তৈরি পোশাক, জুতা, ফার্নিচার, ইলেকট্রনিকসসহ নানান ধরনের পণ্যের বিভিন্ন ব্র্যান্ড হাউজ ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় এ তথ্য।


সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, একদিকে অর্থনৈতিক দুরবস্থা, অন্যদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের ব্যবসায় ধস নেমেছে। বিক্রি প্রায় অর্ধেক কমেছে। কোনো কোনো খাতের তারচেয়েও বেশি। বছর শেষে আগের মজুত পণ্য খালি করার জন্য ছাড়সহ আকর্ষণীয় নানা অফার দিয়েও ক্রেতার সাড়া মিলছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও