কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছুড়ি নিয়ে ভেলকি দেখাতে দেখাতে দড়ির ওপর হেঁটে গিনেস বুকে রেকর্ড

www.ajkerpatrika.com আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩, ১৫:০৯

ঝুলন্ত কোনো দড়ির ওপর দিয়ে হাঁটাটা এমনিতেই বেশ কঠিন ব্যাপার। তারপর আবার যদি এ সময় ছুরি ছোড়াছুড়ি করে ভারসাম্য রক্ষা করতে হয় তবে? কিন্তু এ কাজটায় দক্ষতার সঙ্গে করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এডগার ইয়াদকেভিচ। 


দড়ির ওপরের এই খেলার নাম স্টকলাইন। এটা এমন এক খেলা যেখানে দড়িটা মাটির ওপরে ঝোলানো থাকে এবং এর দুই প্রান্ত দুটো পয়েন্ট বা জায়গায় বাধা থাকে। তবে এডগার ইয়াদকোভিচের জন্য এ রেকর্ড গড়া মোটেই অস্বাভাবিক কিছু ছিল না। ক্যালিফোর্নিয়ার পওয়ের এই বাসিন্দা একজন পেশাদার স্টকলাইনার। স্টকলাইন ধরে তিনটি ছুরি লোফালুফি করে ভারসাম্য রক্ষা করে ১০.৪৭ মিটার বা ৩৪ ফুট ৪ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে এই রেকর্ড গড়েন বলে নিশ্চিত করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গত ২১ নভেম্বর তাঁর এই রেকর্ড গড়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও