You have reached your daily news limit

Please log in to continue


শুধু পরিবারই নয়, টিফিন বক্সেও পুষ্টিবঞ্চিত শিশুরা

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প বাজারে মাংসের দোকানে ঘোরাঘুরি করতে দেখা যায় কিরণ দাসকে। চার সন্তানের জনক কিরণ দাস অনেকক্ষণ দাঁড়িয়ে খাসির মাংসের দাম শুনে ফিরে যান মুরগির দোকানে। আড়াই শ টাকায় দেড় কেজি ব্রয়লার মুরগি কিনে ফেরার পথে ঢাকা পোস্টের সঙ্গে কথা হয় এ ভবন নির্মাণশ্রমিকের।

তিনি জানান, অল্প বয়সে বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। বাকি তিন সন্তানের মধ্যে ১২ বছরের ছেলে স্কুলে যাচ্ছে, দুই মেয়ে এখনো স্কুলের গণ্ডিতে পা রাখেনি। স্ত্রী গৃহপরিচারিকার কাজ করেন। দুজনের আয় প্রতিদিন গড়ে ৭০০ টাকা। মাংস খাওয়া তাই আদিখ্যেতা মনে হয়।

কিরণ দাসের ভাষ্য, বাচ্চাদের খাসির মাংস খুবই পছন্দ। জেনেভা ক্যাম্পে মাংসের দাম তুলনামূলক কম। তবুও এক কেজি খাসির মাংস কেনার সাহস করিনি। তারা দাম চাচ্ছে ১০৫০ টাকা। একটু চিন্তা করে মাংস কেনা বাদ দিয়েছি। কারণ, এক কেজি মাংসের টাকায় ১৫ কেজি মোটা চাল ও দেড় কেজি ব্রয়লার মুরগি কিনতে পারব। খাসির মাংস পাতে না উঠলেও অন্তত মাসের অর্ধেকটা বাচ্চারা পেট ভরে খেতে পারবে।

কিন্তু শুধু ভাত-সবজি আর ব্রয়লার মুরগি দিয়ে কত দিন? এর উত্তর জানা থাকলেও কিছুই যেন করার নেই। ‘বাচ্চারা খাসির মাংস খেতে চায় কিন্তু আয়ের চেয়ে ব্যয় যে বেড়েছে দ্বিগুণ’— বলেন কিরণ দাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন