![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/06/11/c132e1e7f69a340df466be6fd7903857-62a4c602d1be5.jpg)
রাজধানীর ডেমরায় লেগুনায় বাসের ধাক্কা, দুই নারীসহ নিহত ৩
রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় তিনজন লেগুনা আরোহী নিহত হয়েছেন। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি বার্জার পেইন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—আনুমানিক ৫০ বছর বয়সী এক নারী, ১৭ বছর বয়সী এক কিশোরী ও ৩৬ বছর বয়সী এক যুবক।
আহতেরা হলেন—শামীম (৩৭), মইনুদ্দিন (৩৬) ও আনুমানিক (৩০) বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক যুবক।