কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডিডিআর ৪ র‍্যাম বেশি কিনছেন ক্রেতারা

প্রথম আলো প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩, ১০:৪৯

চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটারবাজার ঘুরে দেখা গেছে, হালনাগাদ প্রযুক্তির ডিডিআর ৫ র‍্যাম বাজারে পাওয়া গেলেও চাহিদা বেশি ডিডিআর ৪ র‍্যামের। দাম তুলনামূলক বেশি হওয়ার কারণেই ডিডিআর ৪ র‍্যাম বেশি কিনছেন ক্রেতারা। এ সপ্তাহে প্রসেসরসহ সব ধরনের কম্পিউটার যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে। ঢাকার একাধিক কম্পিউটারবাজার ঘুরে উল্লেখযোগ্য যন্ত্রাংশগুলোর দাম সংগ্রহ করেছেন তাসনিম মাহফুজ।
প্রসেসর
ইন্টেল: কোর আই ৯ (৬.০০ গিগাহার্টজ (গি. হা.) ১৪ প্রজন্ম ৬৭ হাজার টাকা, কোর আই ৯ (৫.৮০ (গি. হা.) ১৩ প্রজন্ম ৬৮ হাজার টাকা, কোর আই ৭ (৫.৬০ গি. হা.) ১৪ প্রজন্ম ৪৯ হাজার টাকা, কোর আই ৭ (৫.৪০ গি. হা.) ১৩ প্রজন্ম ৪৪ হাজার ৫০০ টাকা, কোর আই ৫ (৫.৩০ গি. হা.) ১৪ প্রজন্ম ৩৬ হাজার টাকা, কোর আই ৫ (৪.৬০ গি. হা.) ১৩ প্রজন্ম ২৪ হাজার ৫০০ টাকা এবং কোর আই ৩ (৩.৩০-৪. ৩০ গি. হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে