নতুন প্রধান নির্বাচকের সঙ্গে ‘দ্বন্দ্বে’ জড়ালেন হারিস
যুগান্তর
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩, ১০:২৪
অস্ট্রেলিয়ার সফরের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। স্কোয়াড ঘোষণার পর প্রশ্ন ওঠে হারিস রউফ দলে নেই কেন।
তখন দলের প্রধান নির্বাচক ওয়াহাব জানিয়েছেন, হারিস নিজেই খেলতে চাননি। তবে হারিসের ঘনিষ্ঠজন নাম প্রকাশ না করা সত্ত্বে নিশ্চিত করেছেন যে হারিস এভাবে কিছু বলেননি। কাজের চাপ ও ইঞ্জুরির শঙ্কার জন্য হারিস অস্ট্রেলিয়া সফর করতে চাননি। শেষ মুহূর্তে তিনি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন যদিও হারিস শুরুতে এই সফরে খেলতে চেয়েছিলেন। সংবাদ সম্মেলনে এমনটিই জানান ওয়াহাব।
ওয়াহাব বলেন, আমরা দুদিন আগে এই সফর সম্পর্কে হারিস রউফের সঙ্গে কথা বলেছি এবং তিনি পাকিস্তানের হয়ে টেস্ট খেলতে সম্মতি দিয়েছিলেন। তবে গত রাতে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে এবং এই অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের অংশ হতে চায়নি।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- ক্রিকেট
- টেস্ট সিরিজ
- হারিস রউফ