You have reached your daily news limit

Please log in to continue


রাজস্ব আদায়ে করসেবা ও ই-কমার্স খাত প্রাধান্য দিচ্ছে কর অঞ্চল-১৫

প্রান্তিক করদাতাদের হয়রানিমুক্ত সেবা, সম্ভাবনাময় ই-কমার্স খাতকে করের আওতায় আনা ও বকেয়া রাজস্ব আদায়কে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে কর অঞ্চল-১৫। বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অধিক্ষেত্র হিসাবেই পরিচিত ওই কর অফিসটি। 

নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন ও করের আওতা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় সীমিত জনবল ও লজিস্টিক সাপোর্ট নিয়ে কাজ করে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন অফিসটি।

রাজধানীর নয়া পল্টনের ভিআইপি রোডে কর অঞ্চলটির অবস্থান। অফিসের ১৬তলার (লিফট-১৫) পুরো ফ্লোরে ১২টি বিশেষ বুথে দেওয়া হচ্ছে কর সেবা। গত ১ নভেম্বর থেকে আয়োজিত করমেলা চলবে ৩০ তারিখ পর্যন্ত। যেখানে বিশেষ ব্যবস্থায় রিটার্ন দাখিল, অনলাইনে রিটার্ন দাখিল, ইটিআইএন, ডিজিটাল চালানসহ কর সেবা নিচ্ছেন করদাতারা। নভেম্বরের শেষ সপ্তাহ হিসাবে বুথগুলোতে ভিড়ও বেড়েছে খানিকটা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন