পরবর্তী রাজনৈতিক ধাপ কী

প্রথম আলো এম এম খালেকুজ্জামান প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩, ২০:৫৭

সবুজ বন চিরে চলে গেছে সভ্যতার চিহ্নবাহী রাস্তা। যখন হর্ন বা হুইসিল বাজিয়ে আর হেডলাইট জ্বালিয়ে ‘সৃষ্টির সেরা জীব’ মানুষ ঘরে ফিরতে থাকে, তখন হয়তো কোনো খরগোশ রাস্তা পার হওয়ার সময় গাড়ির হেডলাইটের আলোয় ধন্দে পড়ে যায়। সে ভুলে যায় মুহূর্তের মধ্যে তাকে সরে যেতে হবে; না হলে অনিবার্য গন্তব্যে এখনই যেতে হবে। দিকশূন্য সেই বিহ্বল খরগোশের জায়গায় আওয়ামী লীগ দেখতে চায় বিএনপিকে আর বিএনপি দেখতে চায় আওয়ামী লীগকে। পারস্পরিক অনিষ্ট (ধ্বংসসাধনও বলা যায় সমাবেশে গ্রেনেড হামলা মনে রেখে) উভয় দলের রাজনৈতিক অবস্থান।


প্রকৃত প্রস্তাবে, জনতার আলাদা কোনো মুখ নেই, সম্মিলিতভাবে যখন দাঁড়ায় তখন তা রূপ পরিগ্রহ করে, সবচেয়ে ভালোভাবে করে যখন প্রতিবাদ করে। প্রতিবাদী ভূমিকাতেই যুগে যুগে সাধারণ জনগণ ইতিহাসের নির্ণয়ক হয়ে ওঠে। যে শাসিত এত দিন শাসন স্বীকার করে সমাজের শাসকের হুকুম নামক জোয়ালের ভার বহন করছিল, তারাই যখন মাথা তুলে দাঁড়ায়, তখন শাসনকর্তারা বিপন্ন বোধ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও