You have reached your daily news limit

Please log in to continue


হাথুরুসিংহের ভাগ্য নির্ধারণ বিসিবির সভায়

বিশ্বকাপ শেষে আরেকটি সিরিজ কড়া নাড়ছে বাংলাদেশ দলের সামনে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হবে ২৮ নভেম্বর। অথচ বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে এখন পর্যন্ত বিসিবির আনুষ্ঠানিক কোনো পর্যালোচনা নেই। কোচ, অধিনায়ক বা টিম ম্যানেজমেন্টের সঙ্গে এখনো এ নিয়ে কোনো আলোচনাই হয়নি বোর্ডের।

বিসিবি আসলে সব আলোচনা তুলে রেখেছে আসন্ন বোর্ড সভার জন্য। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিসিবির পরিচালনা পর্ষদের সভা বসবে, যেখানে মূল আলোচ্য বিষয়ই হবে বিশ্বকাপে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্স।

সেই বোর্ড সভার আবহ সংগীত অবশ্য এরই মধ্যে বাজতে শুরু করেছে। জানা গেছে, কোচ চন্ডিকা হাথুরুসিংহের দিকে তোপ দাগাতে এককাট্টা বিসিবির বেশির ভাগ পরিচালক। দল গঠন থেকে শুরু করে বারবার ব্যাটিং অর্ডার বদল এবং এসবের হাত ধরে বিশ্বকাপে চরম ব্যর্থতার জন্য কোচের ওপরই মূল দায়টা দিচ্ছেন তাঁরা। বোর্ড সভায় অনতিবিলম্বে কোচ পরিবর্তনেরও দাবি তোলা হতে পারে। যদিও ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হাথুরুসিংহেকে সরিয়ে দেওয়াটা অত সহজ হওয়ার কথা নয়। চুক্তির মাঝপথে সরিয়ে দিলে তাঁকে মোটা অঙ্কের ক্ষতিপূরণও দিতে হবে। অবশ্য এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসানের মনোভাব এখন পর্যন্ত পরিচালকদের কাছেই স্পষ্ট নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন