কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতে ১০ দিনের মাথায় সুড়ঙ্গে আটক শ্রমিকদের ছবিতে দেখা গেল

প্রথম আলো ভারত প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩, ১৭:০১

ভারতের উত্তরাখন্ড রাজ্যে সুড়ঙ্গ ধসের ১০ দিনের মাথায় আটকে পড়া শ্রমিকদের ছবিতে দেখা গেল। জানা গেল, তাঁরা সবাই মোটামুটি সুস্থ আছেন। তাঁরা সবাই একে একে ক্যামেরার সামনে আসছেন। কারও কারও হাতে দেখা যাচ্ছে আপেল।


উদ্ধারকারী কর্মকর্তারা আটকে পড়া শ্রমিকদের প্রত্যেককে অভয় দিয়ে বলছেন, ‘মনোবল অটুট রাখুন। খুব শিগগির আপনাদের সবাইকে উদ্ধার করা হবে।’


গতকাল সোমবার ভূমিধসের মধ্য দিয়ে ৬ ইঞ্চির ১টি পাইপ ৬০ মিটার দূরত্বে আটকে পড়া শ্রমিকদের কাছে পাঠানো হয়। সেই পাইপ দিয়ে কাচের বোতলে ভরে গরম খিঁচুড়ি পৌঁছে দেওয়া হয়। সঙ্গে পাঠানো হয় নানা ধরনের ফল ও পানির বোতল। বাড়তি পাঠানো হয়েছিল একটা এন্ডোস্কোপিক ফ্লেক্সি ক্যামেরা। আজ মঙ্গলবার সকালে তাতেই ধরা পড়ে আটক শ্রমিকদের ছবি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও