শীতের গরম কাপড়ের ব্যবসা মন্দা
রাজধানীর পাইকারি বাজারে শীতের গরম কাপড়ের বিক্রি এখনো জমে ওঠেনি। ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য বছর এ সময়ে শীতের গরম কাপড়ের পাইকারি বিক্রি জমে যেত। কিন্তু এবার অবরোধের কারণে বেচাকেনায় গতি নেই।
ব্যবসায়ীরা বলছেন, সাধারণত পাইকারিতে শীতের বেচাকেনা জমে নভেম্বর মাসের শুরু থেকে। আর খুচরায় বেচাকেনা জমে ওঠে ডিসেম্বর থেকে। এবার পরিস্থিতি ভিন্ন। পাইকারিতেই এখনো ব্যবসা জমেনি। তবে হঠাৎ শীত জেঁকে বসলে তখন ব্যবসা ভালো হতে পারে বলে আশা বিক্রেতাদের।
রাজধানী ঢাকায় শীতের গরম পোশাকের বড় পাইকারি বাজার বঙ্গবাজার ও গুলিস্তান এলাকাজুড়ে। এ ছাড়া রাজধানীর পার্শ্ববর্তী কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়ও রয়েছে শীতের গরম পোশাকের পাইকারি ব্যবসা। গতকাল সোমবার এসব এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ব্যবসার মন্দাভাবের তথ্য জানা গেছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, অবরোধের কারণে ঢাকার বাইরের ক্রেতারা ঢাকায় আসছেন কম। কিছু ক্রেতা কুরিয়ারে মালামাল সংগ্রহ করছেন। কিন্তু সেই বেচাকেনাও আশানুরূপ নয়।