কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেইজিংয়ে বৈঠক: মানবিক বিপর্যয় ঠেকাতে এককাট্টা হতে হবে

www.ajkerpatrika.com প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩, ১০:৪৯

ফিলিস্তিনের গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল সোমবার আরব বিশ্বের নেতাদের একটি প্রতিনিধিদল চীনের বেইজিংয়ে সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উইর সঙ্গে সাক্ষাৎ করে এই আহ্বান জানান। জবাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় যে মানবিক বিপর্যয় চলছে, তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে শিগগিরই পদক্ষেপ নিতে হবে। খবর দ্য গার্ডিয়ানের।


আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই বলেন, ‘গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মধ্যপ্রাচ্যে যত শিগগির সম্ভব শান্তি ফিরিয়ে আনতে চলুন আমরা একসঙ্গে কাজ করি।’গাজা উপত্যকায় সহিংসতা বন্ধ এবং মানবিক সহায়তা প্রবেশের জন্য চাপ প্রয়োগের উদ্দেশ্যে গতকাল বেইজিং সফরে যান আরব ও মুসলিম বিশ্বের প্রতিনিধিদলটি। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন সৌদি আরব, জর্ডান, মিসর, ইন্দোনেশিয়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব। এই প্রতিনিধিদলের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাতের কথা ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও