![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-11%252F9d15c91b-1d8b-41a5-a192-729359f56b71%252FMILLER.png%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D600%26dpr%3D1.1)
পোশাকশ্রমিকদের বিরুদ্ধে সহিসংতার নিন্দা যুক্তরাষ্ট্রের
প্রথম আলো
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩, ০৯:৫৩
বাংলাদেশে ন্যূনতম মজুরি নিয়ে বিক্ষোভকারী শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিসংতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথু মিলার এ কথা বলেন।
মিলার আরও বলেন, শ্রমিক ও ট্রেড ইউনিয়নের বৈধ কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করার বিষয়েও তাঁরা নিন্দা জানাচ্ছেন।