
মনোনয়ন নিয়ে চাপে আওয়ামী লীগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহীদের অধিকাংশই মনে করছেন, আওয়ামী লীগের মনোনয়ন পেলে জয় অনেকটা নিশ্চিত। তাই চিত্রতারকা, ক্রিকেটার, ব্যবসায়ী, চিকিৎসক, আমলা, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ দলের কোনো পদে নেই এমন ব্যক্তিরাও আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনছেন।
অনেকে কিনবেন বলে জানিয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন পেতে ইতোমধ্যে দলের ফরম সংগ্রহ করেছেন জাতীয়ভাবে পরিচিত বিভিন্ন পেশার বিশিষ্টজনরা। বিএনপি নির্বাচনে আসবে না ধরে নিয়েই সহজ জয় পেতে দলীয় মনোনয়নপ্রত্যাশী এসব বিশিষ্টজন। তাদের আগ্রহে চাপে রয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা। কারণ, আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার আগে বিশিষ্টজনদের অনেকেই তাদের বাড়িতে কিংবা অফিসে গিয়ে দোয়া চাইছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা সোমবার যুগান্তরকে এ তথ্য জানান।
ক্রিকেটার সাকিব আল হাসান (মাগুরা-১ ও ২ এবং ঢাকা-১০), চিত্রনায়িকা মাহিয়া মাহি (চাঁপাইনবাবগঞ্জ-২), রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ আরশাদ আদনান (পাবনা-৫), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন (নেত্রকোনা-৫), সাবেক সচিব জিল্লার রহমান (চাঁপাইনবাবগঞ্জ-১), বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ সাদিক (সুনামগঞ্জ-৪); প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী (ফেনী-২), বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম (কুমিল্লা-১০), আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ছোট ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (সুনামগঞ্জ-২), এফবিসিসিআই-এর সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন (কুমিল্লা-৩), যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি পাওয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ আইনজীবী সায়েদুল হক সুমন (হবিগঞ্জ-৪) ইতোমধ্যে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। তাদের মধ্যে অনেকেই মনোনয়নপত্র জমাও দিয়েছেন।