কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাতীয় পার্টি নিয়ে পুরনো অংকেই আওয়ামী লীগ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩, ০৯:২৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভোটে না এলে জাতীয় পার্টিকে নিয়ে মহাজোট করার কোনো প্রয়োজন দেখছে না আওয়ামী লীগ। সেক্ষেত্রে ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের মত এবারও সংসদে বিরোধী দলটিকে বেশ কিছু আসনে ছাড় দিতে পারে ক্ষমতাসীন দল।


আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “বিএনপি নির্বাচনে না এলে আমরা মহাজোট করব না। সেক্ষেত্রে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়েই নির্বাচন করবে। তবে আমরা নির্দিষ্ট সিটে কোনো প্রার্থী দেব না।"


একই প্রশ্নে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, "জাতীয় পার্টি জোটবদ্ধভাবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করছে কি না সেটা হল বিষয়।"


মহাজোট হলে বা না হলে জাতীয় পার্টিকে কিছু আসন আওয়ামী লীগ ছাড়বে কি না– সেই প্রশ্নে তিনি বলেন, "সেই চান্স তো থাকছেই।"


২০০৮ সালের নবম সংসদ নির্বাচন থেকে তিনটি নির্বাচনের প্রতিটিতেই জাতীয় পার্টি এবং ১৪ দলের শরিকদের সঙ্গে আসন সমঝোতা করেছে আওয়ামী লীগ।


এর মধ্যে নবম ও একাদশ সংসদ নির্বাচনে মহাজোট করে বিএনপি ও তার শরিকদের মোকাবিলা করেছে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা দলটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও